
বিশ্ব বাঙলা বেতার কে জানতে



কোনো টেলিভিশন বা বেতার এর এফ-এম এ সম্প্রচার এর কোথাও আমাদের পদচারণা নেই। আমরা প্রথম সরাসরি ডিজিটাল ও অনলাইন সম্প্রচার মাধ্যমকেেই বেছে নিয়েছি। প্রথম ও যুক্তিযুক্ত কারণ বলতে, সাধারণভাবে বলা যায় সহজলভ্যভাবে একই সময়ে সারা বিশ্বে পৌছে যাবার প্রধান মাধ্যম হিসেবে অনলাইনকে বেছে নিয়েছে-বিশ্ব বাঙলা ওয়েব বেতার।
বিশ্ব বাঙলা ওয়েব বেতার একটি জনকল্যাণমূখী বাঙলা ভাষীদের জন্য নিবেদিত অনলাইন বেতার জংশন। বাঙলা ভাষীদের স্বার্থ রক্ষার্থে নিয়োজিত থাকার ব্রত নিয়েই “বিশ্ব বাঙলা ও্রয়েব বেতার” এর প্রকাশ। স্বাধীন নিরপেক্ষ তথ্য সম্প্রচারসহ বাঙালী জাতি গোষ্ঠীর অবস্থা ও বাঙালীদের সঠিক ইতিহাসসহ রক্ষা, ব্যাপ্তি, সংরক্ষন নিয়ে প্রতিবেদন বা সঠিক সংবাদ বা বিনোদনমুলক আয়োজন নিয়েই অনলাইনের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
“বিশ্ব বাঙলা ওয়েব বেতার” বাণিজ্যিক বেতার না হওয়ার কারণে এ প্রচার মাধ্যমে কোনো প্রকার বাণিজ্যিক বিজ্ঞাপন সম্প্রচার করা হবে না। মূলত যারা চাইবেন বা আশা রাখেন, এ উদ্যোগকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন, তাদের এককালীন বা খন্ডকালীন (মাসিক/ত্রৈমাসিক/ষান্মাষিক/বার্ষিক) অনুদান বা সদস্যতা গ্রহণের মধ্য দিয়ে যে অর্থ জমা হবে, তা দিয়েই আপনার-আমার-আমাদের মায়ের ভাষার স্বার্থ রক্ষার একটি আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমরুপে প্রকাশ পাবে। সামর্থযোগ্য বিশ্বের সদয়বান ব্যক্তিগণ বা প্রতিষ্ঠান বা সংগঠন বা ফাউন্ডেশন’দের সরাসরি আর্থিক অনুদানে পরিচালনা হবে- “বিশ্ব বাঙলা ওয়েব বেতার”।
“বিশ্ব বাঙলা ওয়েব বেতার” – একটি জনকল্যাণমূখী সকল বাঙলা ভাষীদের বেতার।
প্রত্যেক দেশের যুবকদের উপর ভার রয়েছে সংসারের সত্যকে নূতন করে যাচাই করে নেওয়া, সংসারকে নূতন পথে বহন করে নিয়ে যাওয়া, অসত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। প্রবীণ ও বিজ্ঞ যাঁরা তাঁরা সত্যের নিত্যনবীন বিকাশের অনুকূলতা করতে ভয় পান, কিন্তু যুবকদের প্রতি ভার আছে তারা সত্যকে পরখ করে নেবে।
রবীন্দ্রনাথ ঠাকুর
– একাধারে কবি, সাহিত্যিক, লেখক, চিত্রশিল্পী, দার্শনিক, গীতিকার – না জানি আরও কত গুনের অধিকারী ছিলেন। সে কারনেই হয়ত তিনি বিশ্ববরেণ্য।
Average Rating