যুদ্ধঃ করোনা থেকে রাশিয়া-ইউক্রেন।করোনা মহামারি’র পর এখন সারা বিশ্বতে আতঙ্কের নাম- ”রাশিয়া-ইউক্রেন” যুদ্ধ

Read Time:2 Minute, 32 Second

২০২০ সাল থেকে বর্তমান অবধি করোনা নামক ভাইরাসে মানুষ মৃত্যুর ভয়াবহ যে পরিনতি সারা বিশ্বের মানুষ অতিক্রম করছে । এখনো সেই ভয়াবহতার ক্ষত সারা বিশ্বের প্রতিটি ভূমির নানা জাতি গোষ্ঠীর অধিকারী মানুষ বহন করছে । যেখানে পুরো দুনিয়ার মানুষ একটি নুতন পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে করোনা নামক মৃত্যু ভাইরাসকে মোকাবেলা করে চলেছে, সেখানে সাম্রাজ্য বিস্তার বা সাম্রাজ্য বিস্তার ঠেকাতে যেয়ে আর কতো? পুরো পৃথিবীর মাঝে অমানবিক-নারকীয় পুরাতন পদ্ধতিতে বোমায় জলবে মানুষ? যা কিনা শান্তির বিশ্বের কোনো মানুষই কামনা করে না। সেই অগ্রহনযোগ্য পদ্ধতিতে “যুদ্ধ” – গোলা, বোমা, ধবংস আর ধবংস আরো দেখার জন্য সারা বিশ্বের মানুষ কি প্রস্তুত! যেমন অতীতে দেখেছে মার্কিন-ব্রিটিশরা কতবার নানা অজুহাতে নানা দেশকে ক্ষত-বিক্ষত করেছে আর এখন রাশিয়া- ইউক্রেনে হামলা করেছে তার কারন মার্কিনী বা দোসর গোষ্ঠীদের ওসকানী বা তাদের মতোই সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে নিজেদেরে শক্তি প্রকাশের । এই কামড়া-কামড়ি সাম্রাজ্য বিস্তারকারী দেশগুলোর সময়টা আসলো, এই ২০২২ এর ২৪ ফেব্রুয়ারীতেই ? ৭০০ কোটির অধুষিত এ পৃথিবী’র ৯৯% মানুষ কিন্তু এমনটা কখনি চায়নি আর চাইবেও না, তবে এতো গণতন্ত্র বলে কথার বুলি তুলে উঠা দেশগুলো কতো শতাংশ মানুষের রায়ে কর্তা রাস্ট্র প্রধানরা জোড় দেখান, ধ্বংস যঙ্গ করেন। এখনই সময় পুরো দুনিয়ার মানুষকে এসব নড়-খাদক, ক্ষমতা লোভী রাস্ট্র পরিচালনার নীতি থেকে বর্জন করার জোড়ালো এখন আওয়াজ তোলার সময় এসেছে- “ আমাদের পৃথিবী, আমাদের অধিকার – শান্তিময় পৃথিবীর দাবি তোলার”।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিশ্বের সকল বাঙলাভাষী মানুষের বেতার- “বিশ্ব বাঙলা ওয়েব বেতার” সরাসরি সম্প্রচারের অপেক্ষায়…