
বিশ্বের সকল বাঙলাভাষী মানুষের বেতার- “বিশ্ব বাঙলা ওয়েব বেতার” সরাসরি সম্প্রচারের অপেক্ষায়…
পৃথিবীতে ৭০০ কোটি মানুষের বসবাস। আর সাধারণ হিসাব মতে পৃথিবীতে সাড়ে ছয় হাজার ভাষায় মানুষ কথা বলে। তার মধ্যে বাঙলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ (৩০) কোটি মানুষ। বাঙলা ভাষার অবস্থান বর্তমানে পাঁচ নম্বরে, এ তথ্য তরঙ্গ দুনিয়ায় খোজ করলেই জানা যাবে। পর্যায়ক্রমে যা কিনা ১) মান্দারিন চাইনিজ (৯২ কোটি) ২) স্পেনীশ (৪৮ কোটি) ৩)ইংরেজী (৩৮ কোটি) ৪) হিন্দি (৩৫ কোটি) ৫) বাঙলা (৩০ কোটি)। তারপরবর্তীতে রয়েছে পুতৃুগীজ, রাশিয়া, জাপানীজ, পাঞ্জাবী, মারাঠী, তেলেগু, চাইনীজ, তুর্কীশ, কোরিয়ান, ফ্রান্স, জার্মানী, ভিয়েতনাম, তামীল ইত্যাদী ভাষী রয়েছে। ভাষাগত নানা যাচাই বাছাইয়ে দেখা যায়-পৃথিবীর সবচেয়ে মিস্টি ভাষা হচ্ছে “বাঙলা”। আর আমরা বাঙলা ভাষীরা সেই গর্বিত ভাষার জন্মগতভাবে অথিকারী। নিশ্চয়ই অন্যান্য ভাষার মতো বাঙলা ভাষারও রয়েছে গৌরবজ্জ্বল ঐতিহ্য। আমাদের প্রতিটি বাঙালীদের এ ঐতিহ্যকে সম্মানকরা ও রক্ষাকরা নৈতিক দায়িত্ব। কালেকালে এ বাঙলা ভাষার ঐতিহ্য, ইতিহাস, ভাষার ব্যবহার, সংস্কৃতি আরো পৃথিবীময় বিকশিত না হয়ে নানাভাবে ক্ষয়মান। আমার গর্ব আমরা বাঙালী। এ ভাবনাটুকু যেন হারাতে বসেছে, বরং নিজেরা নিজেদের অসম্মান করতেও দি্ধাবোধ হচ্ছেনা নানাবিধ কারণে। ভাষাগতভাবে বাঙালীদের একটি সম্মানীয় ঐতিহ্য সম্বলীত জাতীরুপে উপস্থাপন করাই প্রধান উদ্দেশ্য “বিশ্ব বাঙলা ওয়েব বেতার” এর। যেহেতু একটি বৃহত্তর জনগোষ্ঠীর একটি নিজস্ব স্বকীয় ঠিকানার সেতু নির্মাণ করাই এ বেতার এ অঙ্গীকার। ভাষার সঠিক প্রয়োগ, ভাষা শিক্ষা, ভাষার ব্যাপ্তিসহ বাঙলা ভাষী মানুষের নীত্য দিনের সুখ-দুখ, আচার -অনাচার, জানা-অজানা তথ্যাদী, আবহমান সংস্কৃতির উপাত্ত সংগ্রহ করে সার্বজনীনভাবে প্রকাশসহ সংরক্ষণ করায় সর্বদাই নিবেদিত থাকবে “বিশ্ব বাঙলা ওয়েব বেতার”। পৃথিবীর যেখানেই বাঙালীরা বসবাস করুকনা কেন তারা মাথা উঁচু করে থাকবে আর নিজেদের গর্বিত একটি জাতী হিসেবে নিজেদের মেলে ধরার মেলবন্ধন হবে “বিশ্ব বাঙলা ওয়েব বেতার”। বাঙলা ভাষী মানুষের স্বার্থ রক্ষা ও বাঙলা সংস্কৃতিকে আরো বেগমান করে সারা দুনিয়ার সামনে গর্বিত রুপে অবস্থান করার পথ দেখবে “বিশ্ব বাঙলা ওয়েব বেতার”। আসুন আমাদের সাথে নয় আপনার মায়ের ভাষাকে মর্যাদা দিতে আর নিজেকে একজন গর্বিত জাতীর প্রতিনিধিত্বকারী হিসেবে আপনার পরামর্শ বা কোনো সঙ্গতী বা অসঙ্গতীপূর্ন যাহাই হোক তথ্য-উপাত্ত প্রদান করুন বিশ্ব বাঙলা ওয়েব বেতারকে আর মায়ের ভাষার সাথেই থাকুন।।
Average Rating